এসএ গেমসে বাংলাদেশকে প্রথম সোনা উপহার দিলেন দিপু

0

সএ গেমসের ১৩তম আসরে প্রথম সোনার পদক জিতল বাংলাদেশ। তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই সাফল্য। দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন দিপু চাকমা।

সোমবার হিমালয় কন্যা নেপালে তায়কোয়ান্দো দো হলে অনুষ্ঠিত পুরুষ একক পুমসায় ঊর্ধ্ব-২৯ কেজি শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়েছেন দিপু।

এর আগে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পায় বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে ওই দুই সোনা এনে দেন।

আর ২০০৬ সালে শ্রীলঙ্কায় প্রথম স্বর্ণ পদক এনে দেন মিজানুর রহমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com