কালান্দার্সের কাছে হারল নাসিরের পুনে

0

আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল পুনে ডেভিলস। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখল বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনের নেতৃত্বে খেলা দলটি।

আবুধাবি টি-টেন লিগের চতুর্থ ম্যাচে শুক্রবার (২৯ জানুয়ারি) কালান্দার্সের কাছে ৯ উইকেটে হেরেছে নাসিরবাহিনী।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৭ রান করে পুনে। ২৮ বলে সর্বোচ্চ ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার টম কোহলার-ক্যাডমোর। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন দারউইশ রসুলি।

বল হাতে কালান্দার্সের বোলার সুলতান আহমেদ ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট তুলে নেন।

জবাবে জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালান্দার্স। দলীয় সর্বোচ্চ ৪৫ রান আসে ওপেনার টম ব্যান্টনের ব্যাট থেকে। ১৮ বল খেলে গড়া এই ইনিংস ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া সোহেল আখতার ৩৩ ও শারজিল খান ২৮ রানে অপরাজিত থাকেন।

বল হাতে পুনের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন মুনিস আনসারি।

ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া নাসির বল হাতে ১ ওভারে ২১ রান খরচ করে উইকেটশূন্য থাকেন।

এর আগে একই মাঠে গত বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল নাসিরের পুনে ডেভিলস। ওই ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়া নাসির ছিলেন সেরা বোলার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com