টি-টেন লিগে নাসিরের বোলিং দ্যুতি

0

ফিটনেস পরীক্ষায় করেছিলেন ফেল। ফলে খেলা হয়নি বঙ্গবন্ধু টি-২০ কাপ। শুধু তাই নয় গত মার্চের পর কোন টুর্নামেন্টেই দেখা যায়নি তাকে। অথচ সেই নাসির হোসেন সূদুর আরব আমিরাতে বল হাতে দেখালেন ঝলক। টি-টেন লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তার দল পুনে ডেভিলস।

শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৭ উইকেটে হারিয়েছে পুনে। বল হাতে তিন উইকেট নিয়ে লাইমলাইটে বাংলাদেশের এই অলরাউন্ডার।

২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ২৮ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ওপেনার কেনার লুইস।

টস হেরে আগে ব্যাট করতে নামে ডেকান। শুরুতেই জোড়া আঘাত হানেন নাসির। ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে নাসির ফেরান দুই ওপেনার সুনিল নারাইন ও মোহাম্মদ শাহজাদকে। সপ্তম ওভারে বোলিংয়ে ফিরে নাসির উইকেট নেন আরেকটি। ডেকানের সংগ্রহ একশ ছাড়ায় মূলত আজম খানের ১৩ বলে অপরাজিত ৩৭ রানের ঝড়ো ইনিংসে সুবাদে।

রান তাড়ায় পুনেকে বলতে গেলে একাই জয়ের বন্দরে নিয়ে যান লুইস। শেষ ওভারে ১১ রানের প্রয়োজনে পোলার্ডের প্রথম দুই বল ছক্কায় উড়িয়ে জয় নিশ্চিত করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। তার ২৮ বলে ৫৭ রানের ইনিংস গড়া ৬ ছক্কা ও ৩ চারে। বল হাতে আলো ছড়ানো নাসিরকে ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com