রাহুলের বিয়ে না হওয়া নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বিজেপি নেত্রীর

0

ভারতের মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। ভোপালে একটি জনসভায় অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় তিনি কটাক্ষ করে বলেন, রাহুলকে কোনও মেয়ে বিয়ে করতে চায় না। খবর সংবাদ প্রতিদিনের।

তার এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে। প্রজ্ঞা বলেন, ‘একবার কলেজ ছাত্রীদের প্রশ্ন করা হয়, তারা কি এমন কাউকে বিয়ে করবেন? এটা শুনে মেয়েরা ওকে নিয়ে হাসাহাসি শুরু করে দিলেন। কোনও মেয়ে ওকে বিয়ে করতে চায় না। ওর কথা শুনলে বচ্চারাও হাসে।’

‘এমন মানুষও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন। কিন্তু তাদের সেই যোগ্যতা থাকতে হবে। কৃষক ও সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা রয়েছে।কিন্তু কিছু দু’মুখো মানুষ বলছেন, সেনাবাহিনীর কোনও প্রয়োজনই নেই। যার কোনও জ্ঞান নেই, সংস্কৃতি নেই, এমন একজন বিধর্মী এখন এইসব কথা বলছেন’ বলেও এই বিজেপি সাংসদ উল্লেখ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com