ভারতে করোনার টিকা নেয়ার পর মৃত্যু বেড়ে ৯

0

ভারতে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। টিকা নেয়ার পর অন্তত ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে বহু মানুষের।

তবে টিকার সঙ্গে এসব মৃত্যুর কোনো সম্পর্ক নেই বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোহর অগ্নানি দাবি করেন। বুধবার বিজনেস ইনসাইডার এ খবর দিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ওডিশা রাজ্যের নোয়াপাড়া জেলায় ২৩ বছর বয়সী এক তরুণ টিকা নেওয়ার পর মারা যান। অতিরিক্ত সচিব জানান, তার ময়নাতদন্ত চলছে।

এদিকে পার্শ্বপ্রতিক্রিয়ায় আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের ব্যাকটেরিয়ার সমস্যা ছিল বলে মনোহর দাবি করেন। ওই ব্যক্তি চেন্নাইয়ের এপোলোতে চিকিৎসাধীন আছেন।

এখন পর্যন্ত দেশটির ২৩ লাখ ২৮ হাজার ৭৭৯ জন টিকা নিয়েছেন। টিকাদান কর্মসূচির ১২তম দিনেই প্রায় ৩ লাখ মানুষ টিকা গ্রহণ করেন। এর মধ্যে মধ্যপ্রদেশের সর্বোচ্চ ৬০ হাজার মানুষ টিকা নেন।

১৬ জানুয়ারি থেকে ভারতজুড়ে করোনার টিকাদান শুরু হয়। এর আগে জরুরি ভিত্তিতে কোভিশিল্ড ও কোভেক্সিন নামে দুইটি টিকার অনুমোদন দেয়।

বিশ্বজুড়ে মৃতের তালিকায় ভারতের অবস্থান তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ৫৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে এক কোটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com