এমপিরা নাইট ক্লাবে, ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

0

মহামারি করোনা ঝুঁকির মধ্যেই জাপানের ক্ষমতাসীন জোটের একাধিক আইনপ্রণেতা নাইট ক্লাবে গিয়েছেন। এ ঘটনায় লজ্জিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

বুধবার (২৭ জানুয়ারি) তিনি পার্লামেন্টে বলেন, আমি এ ঘটনায় অত্যন্ত দুঃখিত। প্রত্যেক আইনপ্রণেতার এমন আচরণ করা উচিত, যাতে তারা জনগণের আস্থা অর্জন করতে পারেন।

করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে জনগণকে অপ্রয়োজনে ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছে জাপানের সরকার। এর মধ্যেই আইনপ্রণেতাদের এমন কাণ্ডে দেশটির জনমনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

ভাইরাসের সংক্রমণ রুখতে জাপানের টোকিওসহ অন্যান্য অঞ্চলে এ মাসে জরুরি অবস্থা জারি করা হয়। এই পদক্ষেপের আওতায় রেস্টুরেট ও বারগুলোকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে অনুরোধ জানানো হয়েছে।

যদিও অনুরোধ না মানলে কোনো শাস্তির বিধান রাখা হয়নি। আর সুযোগটিই নিয়েছেন জাপানের ক্ষমতাসীন জোটের একাধিক আইনপ্রণেতা।

নাইট ক্লাবে যাওয়া ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও জ্যেষ্ঠ আইনপ্রণেতা জুন মাৎসুমোতো বলেন, আমার আচরণ অসাবধান ছিল যখন আমরা জনগণকে ধৈর্য্যশীল থাকার অনুরোধ করছি।

মাৎসুমোতো সোমবার (২৫ জানুয়ারি) একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে টোকিওর অভিজাত জেলা গিনজার দুটি নাইট ক্লাবে গিয়েছেন। কোমেইতো দলের আইনপ্রণেতা কিয়োহিকো তোয়ামাও ক্ষমা চেয়েছেন। শুক্রবার পর্যন্ত তিনিও গিনজার একটি অভিজাত নাইট ক্লাবে গিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com