ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিৎ: এরদোগান

0

মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান বলেছেন, ইসলাম বিদ্বেষে ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিৎ।

বুধবার আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলামোফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে।

এরদোগান বলেন, হলোকাস্ট, বসনিয়া, রুয়ান্ডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, মানবজাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং ‘বর্ণবাদ ভাইরাস’ মহামারির পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে। মসজিদ, উপাসনালয় এবং গীর্জার মতো উপাসনাস্থলে সহিংসতার ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে।

এরদোগান বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে; যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বাস করার ইচ্ছা ক্ষুণ্ন করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com