কুষ্টিয়ার খোকসা থানার ওসি ক্লোজড

0

কুষ্টিয়ার খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে ক্লোজড করা হয়েছে। রোববার রাতে তাকে জেলা পুলিশলাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, খোকসা উপজেলায় বেশ কয়েক দিন ধরে স্থানীয় এমপি সেলিম আলতাফ জর্জের সমর্থকদের সঙ্গে জেলা আওয়ামী লীগে সভাপতি সদর উদ্দিন খানের সমর্থকদের সংঘর্ষ ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে আসছিল।

উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে দলটির দ্বিধা বিভক্ত নেতাদের সমর্থক-কর্মীরা গত এক সপ্তাহে কয়েকবার এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

এ ঘটনা কেন্দ্র করে রোববার রাতে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয় থেকে ফ্যাক্সবার্তায় খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশলাইনে ক্লোজ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজাদ রহমান বলেন, খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে কুষ্টিয়া পুলিশলাইনে ক্লোজড করা হয়েছে। এ ঘটনার পর থানার ওসি এবিএম মেহেদী মাসুদকে ফোন দেয়া হলে তিনি আক্ষেপের সঙ্গে বলেন, উপজেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তর জয় হয়েছে। আর ওসি মেহেদী মাসুদের পরাজয় হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com