কুষ্টিয়ায় চারজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

0

কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই সহোদর হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে অর্থদণ্ডও করা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের।

আজ রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। 

রায় ঘোষণার পর আদালতে পিপি অনুপ কুমার নন্দী বলেন, ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এতে প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করেন বখাটেরা। পরদিন নিহতের ভাই জাকারুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন ভেড়ামারা থানায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com