বরিশাল থেকে যাত্রীবাহী নৌযান ছাড়েনি, দুর্ভোগে যাত্রীরা

0

১১দফা দাবিতে পূর্বঘোষণা অনুসারে নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। একারণে দুর্ভোগে পরেছেন নৌপথের যাত্রীরা। শনিবার ভোর থেকে বরিশাল নদী বন্দর হতে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। স্থানীয় রুটের নৌযানগুলোকে পন্টুন থেকে সরিয়ে রাখা হয়েছে।

যাত্রীরা জানান, কয়েকদিন আগে বাস ধর্মঘট, সপ্তাহখানেকের মধ্যেই আবার নৌ ধর্মঘটে অতিষ্ট যাত্রীরা।

বরিশাল লঞ্চ লেবার সমিতিরর যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী হাওলাদার জানান, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

শ্রমিকরা জানান, বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ১০ রুটে ৩৩টি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে। আর রাজধানীর সাথে যাতায়াত করে প্রতিদিন ১৪টি বিলাসবহুল লঞ্চ। নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ, নৌশ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, সরকার ঘোষিত গেজেট মোতাবেক বেতন প্রদানসহ ১১দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছে নৌ-শ্রমিকরা। এর আগে ২০১০, ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে এই একই দাবিতে বিভিন্ন কর্মসূচী, কর্মবিরতিসহ আন্দোলন করেছে শ্রমিকরা। আন্দোলনকারীদের ভাষায় লঞ্চমালিকরা তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা পালন না করায় বারবার কর্মবিরতি করতে হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com