সড়ক অবরোধ করে ১০টি গাড়ি ভাঙচুর করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা
টায়ারে আগুন দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০টি পর্যটকবাহী গাড়ি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দীঘিনালা ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
গত রোববার সকালে খাগড়াছড়ির জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিবাহিত ও ছাত্রদের নিয়ে দীঘিনালা উপজেলা ও কলেজ ছাত্রলীগের প্রেস কমিটি ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন: অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত। এদের মধ্যে অপু চৌধুরী নতুন ঘোষিত কমিটির সহ-সভাপতি, দীঘিনালা কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল চক্রবর্তী (বাবু), আমানুর রহমান শান্ত নতুন ঘোষিত কমিটির দফতর সম্পাদক।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে আমরা তিনজনকে আটক করেছি। আমরা অবরোধকারীদের সরিয়ে দিয়েছি।