তমার বিরুদ্ধে স্বামীর হত্যাচেষ্টা মামলার প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি
চিত্রনায়িকা তমা মির্জাসহ চারজনের বিরুদ্ধে তার স্বামী হিশাম চিশতীর করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। তমা মির্জা ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন- তমা মির্জার মা ফাতেমা বেগম, বাবা মির্জা আবু জাফর ও ভাই ওয়াসিম।
এর আগে গত ৬ ডিসেম্বর তমাসহ চারজনের বিরুদ্ধে হিশাম চিশতী বাদী হয়ে মামলা করেন। তার আগে গত ৫ ডিসেম্বর রাত ৩টায় রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি প্রদানের অভিযোগে স্বামী হিশাম চিশতীর বিরুদ্ধে তমা মির্জাও মামলা করেন।
২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। বর্তমানে তমা মির্জা দেশে থাকলেও তার স্বামী হিশাম চিশতি কানাডায়।