ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে নিল মার্কিন বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করে নিয়েছে। ৩২ বছর আগে বিশ্ববিদ্যালয়টি ট্রাম্পকে এই ডিগ্রি দিয়েছিল।
শুক্রবার লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এক সংক্ষিপ্ত ঘোষণায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম সিএনএন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি।
ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।
তিনি লিখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের থেকে চাপের পর, লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে।’
বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংসতার দুই দিন পরেই বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্ত নিয়েছে। ওই সহিংসতায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জন ডি সাইমন এই সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানান, ‘এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির ওপর সহিংস আঘাত।’
২০১৮ সালে ট্রাম্পকে দেয়া ওই সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহারের জন্য এক আবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়টির কয়েক শ’ ফ্যাকাল্টি সদস্য ডিগ্রি প্রত্যাহারের পক্ষে মতামত দিলেও ওই সময় বোর্ড অব ট্রাস্টি কোনো পদক্ষেপ নেয়নি।
সূত্র : সিএনএন