পিকে হালদারের সংবাদ ও টক শোর ক্লিপ হাইকোর্টে দাখিল
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শোর ভিডিও ক্লিপ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দাখিল করেছে একাত্তর টেলিভিশন।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে ওই ভিডিও ক্লিপটি রোববার (১০ জানুয়ারি) দাখিল করে একাত্তর টিভি কর্তৃপক্ষ। পরবর্তীতে এসব ভিডিও ক্লিপ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করা হবে বলে জানা গেছে।
সিডির সাথে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, একাত্তর টিভি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনা অনুযায়ী আপনার মাধ্যমে গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় প্রচারিত প্রতিবেদন ও রাত সাড়ে ১১ টায় প্রচারিত অনুষ্ঠানের ধারণকৃত সিডি জমা দেয়া হলো। সিডি প্রাপ্তি সাপেক্ষে আদেশ প্রতিপালনের বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে অবহিত করতে বাধিত করবেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভিতে পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শোর ভিডিও দাখিলের নির্দেশ দেন।
দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সে নির্দেশের ধারাবাহিকতায় একাত্তর টিভি কর্তৃপক্ষ ভিডিও ক্লিপ আজ আদালতে দাখিল করে।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছিলেন, এর আগে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পি কে হালদারের বক্তব্য বা লাইভ সম্প্রচার করা হয়। আইনের দৃষ্টিতে পি কে হালদার পলাতক আসামি। তাই পি কে হালদারসহ সকল আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত একাত্তর টিভিকে ভিডিও ক্লিপ দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
পলাতক পি কে হালদারকে দেশে ফেরাতে ৮ জানুয়ারি রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে ওই ভিডিও ক্লিপটি রোববার (১০ জানুয়ারি) দাখিল করে একাত্তর টিভি কর্তৃপক্ষ। পরবর্তীতে এসব ভিডিও ক্লিপ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দাখিল করা হবে বলে জানা গেছে।
সিডির সাথে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, একাত্তর টিভি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনা অনুযায়ী আপনার মাধ্যমে গত ২৮ ডিসেম্বর রাত ১০টায় প্রচারিত প্রতিবেদন ও রাত সাড়ে ১১ টায় প্রচারিত অনুষ্ঠানের ধারণকৃত সিডি জমা দেয়া হলো। সিডি প্রাপ্তি সাপেক্ষে আদেশ প্রতিপালনের বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে অবহিত করতে বাধিত করবেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর পি কে হালদারসহ সব পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে একাত্তর টিভিতে পি কে হালদারের প্রচারিত সাক্ষাৎকার ও টক শোর ভিডিও দাখিলের নির্দেশ দেন।
দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সে নির্দেশের ধারাবাহিকতায় একাত্তর টিভি কর্তৃপক্ষ ভিডিও ক্লিপ আজ আদালতে দাখিল করে।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানিয়েছিলেন, এর আগে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পি কে হালদারের বক্তব্য বা লাইভ সম্প্রচার করা হয়। আইনের দৃষ্টিতে পি কে হালদার পলাতক আসামি। তাই পি কে হালদারসহ সকল আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদন করেছিলেন। ওই আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত একাত্তর টিভিকে ভিডিও ক্লিপ দাখিলের নির্দেশ দিয়েছিলেন।
পলাতক পি কে হালদারকে দেশে ফেরাতে ৮ জানুয়ারি রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।