জুয়া খেলার অভিযোগে ১১ পুলিশ সদস্য বরখাস্ত

0

রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ আদেশ দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

তারা হলেন- হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।

রাজশাহী পুলিশ লাইনের ওই সদস্যরা বুধবার গভীর রাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে অবস্থিত একটি আবাসিক হোটেলে জুয়া খেলছেন খবর পেয়ে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জরিতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রুহুল কুদ্দুস বলেন, ওই পুলিশ সদস্যরা গভীর রাতে পিকনিকের নামে জুয়া খেলছিল এ কারণে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের এসব বিষয় জানাজানি হওয়ার পর আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com