ফটিকছড়িতে মাদরাসায় হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

0

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের পাশে দারুছসালাম ইদগাহ মাদরাসায় হামলার ঘটনা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা হাসান ওরফে পাঠান হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর শোলকবহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ আসামি হাসানকে কোর্ট হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি (সোমবার) সকালে উপজেলার পশ্চিম নানুপুর দারুচ্ছালাম ঈদগাহ মাদাসায় সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা করেন হাসান। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়। ঘটনার পরদিন হাসানকে প্রধান ও ২০/২২ অজ্ঞাত আসামি করে মামলা করেন মাদরাসার পরিচালক মনিরুল হক কাসেমী।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন জানান, মাদরাসায় হামলা ঘটনার প্রধান আসামিকে র‌্যাব-৭ এর সহযোগিতায় আমরা আটক করতে সক্ষম হয়েছি। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com