‘জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে’

0

দেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ একদলীয় শাসন কায়েম করে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করেছে বলে দাবি করেছেন কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিবির (এম) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি করা হয়। এ সময় ‘ফিরিয়ে দাও গণতন্ত্র’ বলে স্লোগান দেয়া হয়।

লিখিত বক্তব্যে এম এ সামাদ বলেন, দেশে এখন একদলীয় শাসন কায়েম করা হয়েছে। সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি।

সমাবেশে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কমরেড বিন ইয়ামিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা আল খালিদ বিন মাহমুদ, কমরেড বায়েজিদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com