অন্ধকার কারাগার থেকে খালেদা জিয়া আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন — সেলিমা রহমান
ডিএল ডেস্কঃ গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার, নভেম্বর ২৪, ২০১৯, দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ।
সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যামামলায় অন্ধকার কারাগারে রাখা হয়েছে। সেই অন্ধকার কারাগার থেকে তিনি বাংলাদেশকে রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
আমাদের সবাইকে তাই আজ রাজপথের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
‘অবৈধ সরকার নিপাত যাক’
‘খালেদা জিয়া মুক্তি পাক’
‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’