মিনিটে ৭শ’ বুলেট ছুড়তে সক্ষম অস্ত্র পাচ্ছে ভারতীয় সেনা

0

ভারত দেশটি প্রতিরক্ষা খাতে ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে।গত কয়েক বছরে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এবার ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশনের (ডিআরডিও) তৈরি বিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন সেনাবাহিনীর সদস্যদের হাতে ওঠার জন্য তৈরি।

এই কার্বাইন থেকে মাত্র এক মিনিটে ৭শ’ বুলেট ছোড়া যাবে। এটি গ্যাসচালিত সেমি অটোমেটিক ৫.৫৬×৩০ হাতিয়ার। কার্বাইন ব্যারেল রাইফেলের চেয়েও এটা আকারে ছোট। তবে শক্তি অনেক বেশি।

শত্রুবিনাশে পুরনো নাইন এমএম কার্বাইনের জায়গায় সেনাকে এই বিশেষ অস্ত্র দেওয়া হবে। তবে বিএসএফ এবং সিআরপিএফের হাতেও এই অস্ত্র উঠছে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

ডিআরডিও’র পুনে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অস্ত্র বানিয়েছে। অনেক আগেই মিনিস্ট্রি অব হোম অ্যাফেরার্স থেকে ট্রায়াল পাশ করেছে বিশেষ এই কার্বাইন। এখন সেনাবাহিনীর হাতে ওঠার অপেক্ষা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com