জেলের তালা ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করা হবে — মির্জা আব্বাস
ডিএল ডেস্কঃ গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার, নভেম্বর ২৪, ২০১৯, দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ।
সমাবেশে বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের জনগণের অধিকার হরণ করতে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তাঁর অপরাধ কী? কোনো অপরাধ নাই। বিনা অপরাধে তাঁকে জেলে আটকে রাখা হয়েছে। ইনশা আল্লাহ সব বাধা অতিক্রম করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সারা দেশের নেতাকর্মীরা জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।
বিএনপির এই নেতা সরকারের সমালোচনা করে বলেন, পত্রিকায় দেখলাম লুটপাট না হলে দেশে অনেক উন্নয়ন হতো। কথা হলো, গত ১১ বছর কারা লুটপাট করছে? সরকারের লোকজনই লুটপাট আর চুরি করছে। আমরাও উন্নয়ন চাই, তবে লুটপাট ও চুরির উন্নয়ন চাই না।
‘অবৈধ সরকার নিপাত যাক’
‘খালেদা জিয়া মুক্তি পাক’
‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’