জন্ম তারিখ অনুযায়ী কেমন যাবে আগামী বছর, দেখে নিন

0

করোনা মহামারিতে আক্রান্ত ২০২০ সাল শেষের পথে। সামনে আসছে ২০২১ সাল। অর্থাৎ নতুন আশা, নতুন সূর্য। নতুন বছরে অনেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। সকল দুঃখ ভুলে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবেন সকলেই। সেই প্রত্যাশা সকলের মাঝে।

কেমন যাবে আপনার আগামী বছর! অক্ষরে অক্ষরে আপনার ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়া কারও পক্ষেই হয়তো সম্ভব নয়। তবে হ্যাঁ, সংখ্যাতত্ত্বের বিচারে একটা আন্দাজ করা যেতেই পারে। সেই আন্দাজের খানিকটাও যদি মিলে যায়, তবে আপনার চলার পথে সুবিধা হতে পারে।

আসুন জন্ম তারিখ অনুযায়ী দেখে নেওয়া যাক, আপনার আগামী বছরের পথ চলা কতটা মসৃণ হতে পারে!  

যাদের জন্ম তারিখ ১, ১০, ১৯, ২৮ : কর্মক্ষেত্রে পরিশ্রম করলে ভাল ফল পেতে পারেন। অফিসে প্রোমোশন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পরিশ্রম করলে ছাত্র-ছাত্রীরা সফল হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ২০২১ সালে বুঝেশুনে পা ফেলতে হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধানী হতে হবে। দাম্পত্য জীবনে মতভেদ হতে পারে, তবে সেটা মিটেও যাব তাড়াতাড়ি।

যাদের জন্ম তারিখ ২, ১১, ২০, ২৯ : ২০২১ সালে আপনাদের মোটের উপর ভাল যাবে। পরিশ্রমের ফল পাবেন। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে। চাকরিরত ব্যক্তিদের বদলির সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। লম্বা যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।

যাদের জন্ম তারিখ ৩, ১২, ২১, ৩০ : জরুরি কাজে বাধা আসতে পারে। মনের শান্তির জন্য আধ্যাত্মিক পথের খোঁজ করতে পারেন। ছাত্র-ছাত্রীদের সাফল্য পেতে পরিশ্রম করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম বা বিয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সরকারি চাকুরীজীবীদের জন্য ২০২১ সাল বেশ ভাল যাবে। 

যাদের জন্ম তারিখ ৪, ১৩, ২২, ৩১ : ৪ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ২০২১ সাল ভাল-মন্দ মিশিয়ে কাটবে। সততার জন্য পুরস্কার পেতে পারেন। অধ্যাবসায় থাকলে সাফল্য আসবে। অনেকদিনের পুষে রাখা ইচ্ছে পূরণ হতে পারে। ২০২১ সালের শুরুটা ছাত্র-ছাত্রীদের জন্য শুভ। ম্যানেজমেন্ট, সোশ্যাল সার্ভিস, অটোমোবাইল-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সুসময় আসতে পারে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন।

যাদের জন্ম তারিখ ৫, ১৫, ২৩ : ৫ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য ২০২১ সালটা দারুণ ভাল হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। পরিশ্রমের মানসিকতা থাকলে বড় সাফল্য আসবে। ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবে। প্রেমের সম্পর্কের জন্যও সময় ভাল। চাকুরীজীবীদের বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের বিদেশ যোগের সম্ভাবনা প্রবল।

যাদের জন্ম তারিখ ৬, ১৫, ২৪ : অঙ্ক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২১ ভাল ফল দিতে পারে। লম্বা যাত্রায় যাওয়ার সম্ভাবনা আছে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় মন থাকবে। সবার জন্য স্নেহ থাকবে মনে। চাকরি বদলের সম্ভাবনা আছে। নতুন চাকরিতে যোগদান করে সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের জন্য ২০২১ দারণ হতে পারে। সঙ্গী বা সঙ্গীনির প্রতি ভালবাসা বজায় থাকবে।

সূত্র: জি নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com