বিশেষ ক্ষমতাবলে সবচেয়ে বেশি ২,৮১৯ জনকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট রুজভেল্ট, ট্রাম্প করেছেন এ পর্যন্ত ৭০ জন

0

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত শাসনামলের শেষ দিনগুলোতে সংবিধানের ক্ষমতাবলে যেকোনো অপরাধীকে ক্ষমা, দণ্ড মওকুফ বা দণ্ড কমিয়ে আনেন। মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে এ ক্ষেত্রে অবাধ ক্ষমতা দিয়েছে।

এভাবেই মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি. রুজভেল্ট ২,৮১৯, হ্যারি এস. ট্রুম্যান ১,৯১৩, ডুইট ডি আইজেন আওয়ার ১,১১০, উডরো উইলসন ১,০৮৭, লিন্ডন জনসন ৯৬০, রিচার্ড নিক্সন ৮৬৩, ক্যালভিন কুলিজ ৭৭৩, হারবার্ট হুভার ৬৭২, থিওডর রুজভেল্ট ৬৬৮, জিমি কার্টার ৫৩৪, জন এফ কেনেডি ৪৭২, বিল ক্লিনটন ৩৯৬, রোনাল্ড রিগ্যান ৩৯৩, উইলিয়াম এইচ. টাফ্ট ৩৮৩, জেরাল্ড ফোর্ড ৩৮২, ওয়ারেন হার্ডিং ৩৮৬, উইলিয়াম ম্যাককিনলে ২৯১, বারাক ওবামা ২১২, জর্জ ডব্লিউ বুশ ১৮৯, জর্জ এইচ,ডব্লিউ বুশ ৭৪ জনকে ক্ষমা করেন।

২০১৭ সালের ২৫ আগস্ট প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ক্ষমা করেন জোসেফ এম আরপিওকে। আগামী ২০ জানুয়ারি দুপুর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আছেন। দিন কয়েক আগে তিনি তার মেয়ে ইভানকার শ^শুর চার্লস কুশনারসহ ২৯ জনকে ক্ষমা করে দেন। এরপর তিনি ইরাকে ৯ বছরের শিশু রাজ্জাককে হত্যাকারী মার্কিন সেনাকেও ক্ষমা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

সর্বশেষ ট্রাম্প আরো ১৫ জন অপরাধীকে সম্পূর্ণ ক্ষমা করে দেন। এদের মধ্যে রয়েছে ২০০৭ সালে ইরাকের রাজধানী বাগদাদে বেসামরিক মানুষ হত্যার দায়ে দণ্ড পাওয়া চার সামরিক কর্মকর্তা, নিকোলাস স্ল্যাটেন, পল স্লো, ইভান লিবার্টি, ডাস্টিন হার্ড।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com