ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

0

রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৬৮ পিস ইয়াবা, ২১ গ্রাম ৫৪ পুরিয়া হেরোইন, এক কেজি ৫২০ গ্রাম গাঁজা, ৫৪১ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com