মমতা বাংলাকে ছারখার করে দিয়েছেন
ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের সঙ্গে আলোচনার সময় গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র ভাষায় আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তিনি বলেছেন, মমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন। রাজ্যের ৭০ লাখ কৃষকের জন্য তিনি কিছুই করেননি। ২৩ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের সাহায্যের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। মমতা সরকার সেই আবেদন ভেরিফাই পর্যন্ত করেনি। ফলে, ২৩ লাখ বাংলার কৃষক বঞ্চিত হলো। মোদি বলেন, বাংলার কৃষকদের দুর্দশার কথা ভুলে মমতা পাঞ্জাবের কৃষকদের দুঃখ নিয়ে মাথা ঘামান। বাংলা রসাতলে গেলেও মমতা ব্যানার্জির কিছু যায় আসে না। মোদি আরও বলেন, কিছু রাজনীতিবিদ আছেন যারা কৃষক আন্দোলনকে উসকে দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত। ওরা ভুলে যান যে, আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হয় না।
মোদি এদিন সুইচ টিপে দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা’র পরের কিস্তির ১৮ হাজার কোটি রুপি পাঠান। তখন তিনি বলেন, সব রাজ্যের পৃথক রাজনৈতিক মতাদর্শ থাকলেও সেসব রাজ্য সেখানকার কৃষকদের এই প্রকল্পের সুবিধা দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। বাংলার সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলার কৃষকদের বঞ্চিত করছে। এই সুবিধা পাওয়ার আবেদন জানিয়ে বাংলার কৃষকরা কেন্দ্রকে চিঠি লিখছে কিন্তু বাংলার সরকার এই সুবিধা থেকে বঞ্চিত করছে। কৃষকদের নিয়ে বিরোধীদের এই রাজনৈতিক খেলা দেখে আমি খুবই মর্মাহত। তিনি আরও বলেন, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে, যারা বাংলার শাসন ক্ষমতায় আছে… সেই মমতা ব্যানার্জির ১৫ বছরের পুরনো ভাষণের ভিডিও দেখুন- তাহলেই বোঝা যাবে যে, রাজনীতি কীভাবে সবকিছু ধ্বংস করে দিয়েছেন। তারা কৃষকদের কাছে রুপি পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থাই করেননি। আপনি যদি আপনার হৃদয়ে কৃষকদের স্থান দেন, তবে তাদের হয়ে আপনি কেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না?বিরোধী দলগুলোকে উদ্দেশ করে মোদি বলেন, দেশের মানুষ কি এই খেলা বুঝতে পারছেন না? বিরোধীরা আজ কেন নীরব? বিরোধীরা বাংলার বিরুদ্ধে সরব হবে না, তারা এখন কৃষকদের নাম করে দিল্লিতে গিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করছে। বিরোধীরা মিথ্যা ও রাজনীতি করতেই উৎসাহী। এই মানুষগুলো কৃষকদের উন্নয়নের জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে মানতেই রাজি নয়। প্রতিটি ক্ষেত্রেই তারা নিজেদের স্বার্থ দেখে।