কৃষক বিক্ষোভকে পাত্তা দিলেন না মোদি
ভারতে সরকারের তিনটি কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ভার্চুয়াল এক ভাষণে মোদি দেশের কৃষকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, কৃষকদের মঙ্গলের জন্যই করা হয়েছে। একই সঙ্গে কৃষকদের সমস্যা নিয়ে কিছু লোক ‘মিথ্যা বলছে’, ‘গুজব ছড়াচ্ছে’ উল্লেখ করে বলেছেন, কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের করা তিনটি কৃষি সংস্কার আইনকে কৃষক মৃত্যুর ফাঁদ আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে কৃষকরা মাসখানেক সময় ধরে বিক্ষোভ করে আসছে। দিল্লি অভিমুখী সড়কও তারা অবরোধ করেছে। দিল্লি ও আশপাশের এলাকাগুলোতে গত কয়েক দিনের প্রচ- ঠান্ডাতেও আন্দোলনরত কৃষকরা তাদের দাবিতে অনড় থেকে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা বৈঠকও কোনো ফল বয়ে আনেনি।
কিন্তু প্রধানমন্ত্রী মোদী এর আগেও কৃষকদের এ শঙ্কা দূর করার চেষ্টা চালিয়েছিলেন। গতকাল ভিন্ন ভিন্ন রাজ্যের সাত কৃষকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে তিনি সরকারের কৃষি প্রকল্প ‘পিএম কিষান’ থেকে কৃষকরা কীভাবে উপকৃত হয়েছে তা বর্ণনা করেছেন।