সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে, এতে তাদের স্বৈরাচারী মনোভাব আরও স্পষ্ট হয়েছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের পাশাপাশি সরকারের একনায়কতন্ত্র মনোভাবে বিপন্ন বাংলাদেশ। সমাজ, রাজনীতি কিংবা অর্থনীতি কোনোটাই এর বাইরে নয়। সরকারের ফ্যাসিবাদী আচরণে বাংলাদেশে এখন রাজনীতি বলতে কিছু নেই। করোনাকালেও আইন করে সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। এতে তাদের স্বৈরাচারী মনোভাব আরও স্পষ্ট হয়েছে।
গতকাল বিকালে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কয়েক বছর ধরে স্বাধীনতার চেতনাকে বিলুপ্ত করে দিয়ে সরকার দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। মনে করি, ১৯৭১ সালে আমাদের যুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত অবস্থান। করোনা ও বর্তমান রাজনৈতিক প্রতিকূলতায়ও আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা; এটা থেকে বেরিয়ে আসার জন্য জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করতে হবে। আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
মির্জা ফখরুল বলেন, সরকার পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করে ফেলেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি, বিশিষ্ট নাগরিকরা বলছেন, এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু, অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। এই বক্তব্য আমরা অনেক আগে থেকেই দিয়ে আসছি। নির্বাচন কমিশনের ন্যূনতম লজ্জাবোধ থাকলে সরে যাওয়া উচিত। সবার মতামতের ভিত্তিতে নতুন একটি নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট হওয়া জরুরি।
নতুন বছরটি ভালোই হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করছি বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন চলে আসবে খুব শিগগিরই। আমরা করোনামুক্ত বিশ্ব দেখতে চাই। স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের জবাবদিহিমূলক একটি সরকার দেখতে চাই। নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা।