যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জামায়াতে ইসলামী থাকবে: মইনুদ্দীন আহমাদ

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেরণা মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মইনুদ্দীন আহমাদ। এ সময় তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জামায়াতে ইসলামী থাকবে।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা আবু নাকিব। আরো উপস্থিত ছিলেন আবদুস সোবহান (সাইফুল), মনোয়ার হোসাইন ফারুক ও হাফেজ মাওলানা নাসির উদ্দিন।

শীতবস্ত্র বিতরণপূর্ব বক্তব্যে মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, ‘জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করেছে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছে। যদিও এ দায়িত্ব পালনের কথা ছিল দেশের সরকারের। উচিত ছিল সরকারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো। কিন্ত সরকারের এমন দায়িত্ব চোখে পড়েনি, তাই শীতার্ত মানুষের পাশে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘শুধু শীতার্ত মানুষের নয় সর্বস্তরে অসহায় বঞ্চিত মানবতার কল্যাণের জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের কল্যাণে সুবিধা বঞ্চিত অসহায় এবং দুঃখী মানুষের পাশে সব সময় জামায়াতে ইসলামী থাকবে। এ সময় তিনি সবাইকে জামায়াতে ইসলামীর জন্য দোয়া ও সহযোগিতার আহ্বান জানান।’

মাওলানা মইনুদ্দীন আহমাদ বলেন, ‘রাতে শীতার্ত অসহায় মানুষের ঘরে ঘরে এসে কম্বল পৌঁছে দেয়া আমাদের কর্তব্য কিন্তু আমরা তা করতে পারি না। আগামীতে আমরা চেষ্টা করবো বঞ্চিত মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার জন্য।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com