চসিক নির্বাচনের প্রচারণা শুরু ৮ জানুয়ারি

0

করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভোটগ্রহণ ২৭ জানুয়ারি। একইসঙ্গে নতুন তফশিল ঘোষণা করা চারটি ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মার্চ মাসে স্থগিত হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তিনটি ওয়ার্ড ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মারা যাওয়ায় ওই চারটি ওয়ার্ডে নতুন তফশিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চসিক নির্বাচনে এবার ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন পুরুষ এবং ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন নারী ভোটার রয়েছেন। এছাড়া  আগের তালিকায় ভোটগ্রহণের কথা ছিল ৭৩৫টি কেন্দ্রের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com