গণআন্দোলনে ভেসে যাবে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী: বিএনপি

0

সরকার দেশে জুলুমের রাজত্ব কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, জনগণ আর বসে থাকবে না। গণআন্দোলনে ভেসে যাবে অবৈধ শাসকগোষ্ঠী।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, বর্তমান সরকার ও তাদের পেটোয়া বাহিনী দেশে জুলুমের রাজত্ব কায়েম করেছে। মানুষের জান-মালের নিরাপত্তা এখন সম্পূর্ণরুপে অনিশ্চিত হয়ে পড়েছে। দেশজুড়েই চলছে আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের নারকীয় তাণ্ডব। এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ।

তিনি আরও বলেন, অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে। বিরোধী দল ও মতের শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকেই বর্তমান অবৈধ সরকার নিজেদেরকে নিরাপদ ভাবছে না বলেই দলীয় ক্যাডারদের লেলিয়ে দিচ্ছে সেই কর্মসূচির ওপর। তারই ধারাবাহিকতায় আজ দুপুরে যুবদলের কেন্দ্রীয় টিমের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর যুবদলের কর্মীসমাবেশের ওপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা বর্বরোচিত ও নিষ্ঠুর হামলা চালিয়েছে, নেতাকর্মীদেরকে আহত করেছে। সরকারের অন্যায়ের বোঝার ভার এতো বেশি হয়েছে, এই বোঝার ভারেই সরকারের পতন আসন্ন।

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বেচ্ছাসেবক দল-মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শরীফ ফেরদৌসের বিরুদ্ধে গতকাল মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনাকে বিরোধী দল দমনে বর্তমান সরকারের প্রতিহিংসাপরায়ণ চরিত্র আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে মুহাম্মদ শরীফ ফেরদৌসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com