অভিযোগের জবাব দিলেন মমতা

0

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন তার রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যের বেসাতি ছড়িয়ে গেছে। শিল্প ও উন্নয়নের হিসেবে পশ্চিমবঙ্গ নিম্নমুখী হয়েছে বলে বিজেপি নেতা অমিত শাহের দাবির তীব্র বিরোধিতা করেন তিনি। মমতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গেই তার সরকারেরর তথ্যের মিল নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী মাঝারি ও ছোট শিল্প উদ্যোগ এবং গ্রামীণ অঞ্চলের রাস্তা নির্মাণে এক নম্বরে রয়েছে তার রাজ্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি দুই দিন পশ্চিমবঙ্গ সফর করে গেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার এই সফরে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছেন বেশ কয়েক জন নেতা। মমতার অভিযোগ কেন্দ্রীয় সরকার তার দল ও সরকারকে দুর্বল করার সব চেষ্টা করে যাচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ”অমিত শাহ এক গাদা মিথ্যা কথা বলে গেছেন। তিনি দাবি করেছেন আমাদের রাজ্য শিলে্প ’জিরো’ কিন্তু আমরা মাঝারি ও ছোট শিল্প উদ্যোগে এক নম্বর। তিনি দাবি করেছেন আমরা গ্রামীণ সড়ক নির্মাণ করতে পারিনি। কিন্তু আমরা সেক্ষেত্রেও এক নম্বরে। এগুলো ভারত সরকারের তথ্য।” বিজেপি’কে চিটিংবাজ পার্টি আখ্যা দিয়ে মমতা বলেন, তারা রাজনীতির জন্য সবকিছু করতে পারে। অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা বলা আপনার মানায় না।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সফরের সময় ৫০ ৬০’র দশকের তথ্য উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। অথচ ৩৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে দলটি ২০১১ সালে মমতার নেতৃত্বে রাজ্যটির ক্ষমতায় আসে। অমিত শাহ বলেন, স্বাধীনতার পর জিডিপি’তে পশ্চিমবঙ্গের অবদান ছিলো এক-তৃতীয়াংশ। স্বাধীনতার পরই পশ্চিমবঙ্গের শিল্প উৎপাদন ছিলো ৩০ শতাংশ। এখন তা ৩.৫ শতাংশ।’

অমিত শাহ বলেন, ১৯৬০ এর দশকে দেশের ধনী রাজ্যগুলোর একটি ছিলো পশ্চিমবঙ্গ। ১৯৫০’র দশকে ওষুধ পণ্যের ৭০ শতাংশ উৎপাদন করতো পশ্চিমবঙ্গ। রাজ্যটির পাট শিল্প অনেকের কর্মসংস্থান করতো. এখন তা বন্ধ। অমিত বলেন, ‘আমাদের সংকল্প হলো বাংলাকে আবারও সোনার বাংলায় পরিণত করা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com