প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদলের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

0

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে কৃষকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা এসকে সাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কৃষকদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা; ২৭ ও ২৮ ডিসেম্বর রবিবার ও সোমবার ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; ২৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা ও পৌর শাখা পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; ৩০ ডিসেম্বর বুধবার ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একইদিন সকাল ১০টায় কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শেরেবাংলা নগরস্থ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ এবং ৩০ ডিসেম্বর কৃষক দল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল।

বিবৃতিতে সকল ইউনিটসমূহকে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com