প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষকদলের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে কৃষকদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা এসকে সাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কৃষকদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আলোচনা সভা; ২৭ ও ২৮ ডিসেম্বর রবিবার ও সোমবার ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা, র্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; ২৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা ও পৌর শাখা পর্যায়ে আলোচনা সভা, র্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল; ৩০ ডিসেম্বর বুধবার ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একইদিন সকাল ১০টায় কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে শেরেবাংলা নগরস্থ মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ এবং ৩০ ডিসেম্বর কৃষক দল জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, র্যালি, শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল।
বিবৃতিতে সকল ইউনিটসমূহকে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।