কক্সবাজারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র-জনতা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জামালখানে প্রেস ক্লাবের সামনে মহেশখালী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছেন। দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মহেশখালীর ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মহেশখালীতে চাঁদাবাজি বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধনে।