কক্সবাজারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

0

কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র-জনতা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জামালখানে প্রেস ক্লাবের সামনে মহেশখালী ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

এসময় বক্তারা, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছেন। দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মহেশখালীর ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মহেশখালীতে চাঁদাবাজি বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধনে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com