৪২ বিশিষ্ট নাগরিককে নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য হাস্যকর: ন্যাপ
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তা তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে ৪২ বিশিষ্ট নাগরিক চিঠি দেয়ায় তথ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে হাস্যকর ও ব্যর্থতা আড়ালের চেষ্টা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই মন্তব্য করেন।
ন্যাপ নেতারা বলেন, দেশের বিশিষ্ট নাগরিকগণ ইসির ব্যর্থতা তুলে ধরে মহামান্য রাষ্ট্রপতির নিকট যে আবেদন করেছেন তা মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিশ্চয় বিবেচনা করবেন। যেহেতু ইসির বিরুদ্ধে নানা ধরনের আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ উঠেছে সেহেতু দেশের সচেতন নাগরিকরা তদন্তের আবেদন করতেই পারেন। রাষ্ট্র ও সরকার প্রয়োজনে তাদের আবেদনের ভিত্তিতে আলোচনা করতে পারেন। অভিযোগগুলোর সত্যতা প্রমানে তদন্ত করতে পারেন।’
তারা বলেন, ‘কারো বিরুদ্ধে কোন অভিযোগ করলেই দেশের বিশিষ্ট নাগরিকদের চরিত্র হনন কিংবা তাদেরকে বিএনপির সমর্থক হিসেবে চিহ্নিত করার প্রবণতা কখনো শুভ হতে পারে না। এতে করে সরকারও বিব্রতকর অবস্থায় পড়তে পারে। তথ্যমন্ত্রীসহ দেশবাসী সকলেই জানেন, মহামান্য রাষ্ট্রপতির নিকট আবেদনকারী ৪২ জন বিশিষ্ট নাগরিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষ। তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের আগে সকলেরই বিষয়গুলো ভাবা উচিত।’
তারা বলেন, সরকারের ব্যর্থতা বা দুর্নীতির সমালোচনা করলেই কেউ বিএনপির লোক হয়ে যায় না। দেশের যে কোন নাগরিক এমনকি সরকারের সমর্থকও সেই সমালোচনা করার অধিকার রাখেন। কাউকে ‘বিএনপি বানানোর’ প্রবণতা সুশাসন ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। এটি সরকার, রাষ্ট্র বা জনগণ কারো জন্যই কল্যাণকর নয়। সরকারের মন্ত্রী ও সরকারি দলের নেতাদের এসব বিষয়ে আরো বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।