গণসঙ্গীত শিল্পী আবুল কাশেমের ইন্তেকালে ছাত্রশিবিরের গভীর শোক

0

প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দীন আইউবী এ শোক প্রকাশ করেন।

তারা বলেন, প্রখ্যাত এ গণসঙ্গীত শিল্পী গত শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার ইন্তেকালে ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তি গভীরভাবে শোকাহত।

নেতৃবৃন্দ বলেন, তিনি ইসলামী সঙ্গীতের জগতে এক উজ্জল নক্ষত্র। ইসলামী সঙ্গীতকে তিনি নতুন আঙ্গিকে ও সুরে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তিনি গণসঙ্গীত শিল্পী হিসেবে বেশি সমাদৃত। তার কণ্ঠের বিপ্লবী সঙ্গীতগুলো হৃদয়ে জাগরণ সৃষ্টি করত। তার সঙ্গীতগুলো ইসলাম ও দেশপ্রেমে মানুষকে দারুণভাবে উদ্বুদ্ধ করত। আমাদের নিজস্ব সাহিত্য সত্তা ও ইসলামী সঙ্গীতে তার ভূমিকা অতুলনীয়।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com