যারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর তাদেরকে একসাথে করতে হবে: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দেশে গণতন্ত্র নাই, যেটুকু আছে গণতন্ত্রের লেবাসে একটা কর্তৃত্ববাদী স্বৈরতন্ত্র দেশে চালু আছে। এজন্য আজকে তিনটি এজেন্ডা আমাদের সামনে এসে পড়ে্ছে। একটা সংগঠন, আরেকটা হলো আন্দোলন এবং নির্বাচন। সংগঠনের কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করছেন। আমরা চেষ্টা করছি সকলে তার সাথে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করার জন্য।’
বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আন্দোলন ও নির্বাচনের জন্য আমাদেরকে জাতীয় ঐক্যের প্লাটফর্ম তৈরি করতে হবে এবং দেশের সকল গণতন্ত্রমনা, গণতান্ত্রিক শক্তিসমূহকে যারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর তাদেরকে একসাথে করতে হবে। পেশাজীবী-বুদ্ধিজীবী সকলকে নিয়ে এক ঐক্যের প্লাটফর্ম তৈরি করে এই আন্দোলনের সূচনা করতে হবে। এই আন্দোলন হবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। এই আন্দোলনের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সাধারণ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের কোনো বিকল্প নাই।’