আ.লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা মুক্তিযুদ্ধের গল্প শুনেছে: মির্জা আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি বরং তারা মুক্তিযুদ্ধের গল্প শুনেছে। অন্যদিকে জিয়াউর রহমান ইতিহাস তৈরি করে মহানায়ক হয়েছেন। এজন্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চালায়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন  (জেডআরএফ) আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া স্বাধীন বাংলাদেশের গোড়া পত্তন করেছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে কোনো কিছুই হতো না। তার বক্তব্য বহু মানুষ নিজ কানে শুনেছেন। তার বক্তব্যেই সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। বিশ্বের যে কয়টা দেশ যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে তার মধ্যে বাংলাদেশ ব্যতিক্রম। মাত্র ৯ মাস সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি। পাকিস্তানি বাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল।

তিনি বলেন, আমরা পাকিস্তানের থেকে পরিত্রাণ পেলেও ভারত থেকে পরিত্রাণ পায়নি। আমাদের সংগ্রাম শেষ হয়নি এখনো। এখনো পাকিস্তানের প্রেত্মাত্মা রয়ে গেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বললেই তার বিরুদ্ধে দেয়া হয় রাজাকারের অভিধা। কারণ স্বাধীনতা যুদ্ধে যে কাজটা করা দরকার ছিলো আওয়ামী লীগের তারা সেটা করেনি। তারা মুক্তিযুদ্ধ করেনি বরং যুদ্ধের গল্প শুনেছে। আর শহীদ জিয়া ইতিহাস সৃষ্টি করে নায়ক হয়েছেন। তিনি যুদ্ধের গল্প তৈরি করেছেন। এজন্যই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে নানা অপপ্রচার চালায়।

মির্জা আব্বাস বলেন, যুদ্ধের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দি। আরেকজন নেত্রী শেখ হাসিনা পাকিস্তানীদের রিলিফ খাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। এখানেই তফাৎটা। শেখ মুজিবুর ক্ষমতায় এসে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। পরের ইতিহাস দেশবাসী ভালোভাবেই জানে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com