নূর হোসাইন কাসেমী বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছিলেন নির্ভিক কন্ঠস্বর: তারেক রহমান
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব এবং হেফাজতে ইসলাম’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী’র মৃত্যু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র শোকবার্তা—-
দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ২০ দলীয় জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও হেফাজতে ইসলাম-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গতকাল রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী ২০ দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণতন্ত্র পুণ:রুদ্ধারের আন্দোলনে যে সাহসী ভূমিকা পালন করেছেন তা দেশের মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন সর্বজনশ্রদ্ধেয় ইসলামী পন্ডিত। তিনি ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। রাজরোষে পড়া সত্বেও তিনি তাঁর অভিষ্ট লক্ষ্য থেকে কখনোই সরে আসেননি। বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভিক কন্ঠস্বর। পাশাপাশি নম্রতা, বিনয়, সৌজন্য, সাহস ও সহিষ্ণুতা ছিল তাঁর স্বভাবজাত। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শুণ্যতার যে সৃষ্টি হলো সহজে পূরণ হবার নয়। আমি আল্লামা নূর হোসাইন কাসেমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদেরকে এই শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দেয়ার জন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করছি। আমি মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”