কংগ্রেসের ভরাডুবির জন্য সোনিয়াই দায়ী, শেষ বইয়ে প্রণব

0

ভারতের প্রয়াত প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। নিজের রাজনৈতিক জীবনের সব পর্যায়েই গান্ধী পরিবারের বিশ্বস্ত ছিলেন। কিন্তু সব কাজের কাজী সাবেক এই বাঙ্গালি প্রেসিডেন্ট নিজের শেষ বইয়ে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংয়ের সমালোচনা করে গেছেন। কংগ্রেসের ভরাডুবির জন্য প্রণব নিজের লেখা ‘দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ারস’ বইয়ে এ দুই নেতাকেই দায়ী করে গেছেন।

নতুন বছরের শুরুতে প্রকাশ হতে যাওয়া প্রাক্তন প্রেসিডেন্টের লেখা শেষ বইটির কিছু অংশ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানেই প্রণব লিখেছেন, ২০১৪ সালের লোকসভা ভোটে ইউপিএ-২ সরকারের পতনের জন্য দলের তৎকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং দায়ী। 

প্রকাশ হওয়ার আগেই বইটির সামনে আসা অংশ নিয়ে ইতিমধ্যেই রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। ২০০৪ সাল থেকে একটানা কেন্দ্রে থাকা কংগ্রেস সরকারের ২০১৪ সালের লোকসভা ভোটে ভরাডুবি হয়।  প্রণব লিখেছেন, ‘কংগ্রেসের অনেক নেতা মনে করেন ২০০৪ সালের প্রথম ইউপিএ সরকারে আমি প্রধানমন্ত্রী হলে ২০১৪ সালে দলের ভরাডুবি হতো না। তবে এই ধরাণার সঙ্গে আমার মত মেলে না।’ 

তিনি লিখেছেন, ‘আমার মনে হয় ২০১২ সালে আমি রাষ্ট্রপতি হওয়ার পর রাজনৈতিক দিশা হারিয়ে ফেলেছিল কংগ্রেস। সোনিয়া গান্ধী দল ঠিক মতো পরিচালনা করতে পারছিলেন না। এছাড়াও সংসদে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রায়ই অনুপস্থিত থাকতেন। সাংসদদের সঙ্গে তার যোগাযোগ কমে গিয়েছিল।’

নিজের লেখা শেষ বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে প্রণব মুখার্জি লিখেছেন, ‘প্রশাসনের কার্যকারিতা, সরকারের দায়িত্বের অনেকটাই প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হয়। মনমোহন সিংয়ের প্রায়ই সংসদে অনুপস্থিতির কারণে সে কাজ ব্যাহত হয়েছে। ২০১৪ সালে এনডিএ সরকারেও মোদীর ভূমিকায় বিচার-ব্যাবস্থার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com