বাংলাদেশ জামায়াতে ইসলামীর শোক

0

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার গোদাগাড়ি পৌরসভার নারী সদস্য (রুকন) এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মা হামিদা খাতুন শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বার্ধক্যসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

হামিদা খাতুনের ইন্তেকালে জামায়াতে আমীরের শোকবাণী

হামিদা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান শুক্রবার এক শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, ‘হামিদা খাতুন আল্লাহর পথে একজন নিবেদিতা প্রাণ ও গুণী নারী ছিলেন। তিনি নিজে ইসলামী অনুশাসন যথাযথভাবে মেনে চলার চেষ্টা করতেন। তিনি তার সন্তানদের ইসলামী আদর্শে লালন-পালন করেছেন। তিনি তার নিজ এলাকার নারীঙ্গনে ইসলামের দাওয়াত সম্প্রসারণে আন্তরিক ভূমিকা পালন করেছেন। ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।’

শোকবাণীতে তিনি আরো বলেন, ‘হামিদা খাতুনকে (রাহিমাহুল্লাহ) আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com