আওয়ামী শাসকগোষ্ঠী জনগণের সাথে ধোঁকাবাজি করছে: ইশরাক

0

মুক্তিযুদ্ধের সময় বর্তমান শাসকগোষ্ঠী জনগণের সাথে ধোঁকাবাজি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘সেই সময় এই দল দেশের স্বাধীনতা চায়নি, চেয়েছে ক্ষমতা। কিন্তু জনগণ স্বাধীনতা এনেছে। এই দল সেই সময়ের মতো এখনও জনগণের সাথে ধোঁকাবাজি করছে, যা এখন মেনে নেয়া হবে না।’ 

গতকাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি।

দেশে প্রকৃত স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এখন স্বাধীনতা শুধু শাসকদের জন্য। তবে এই অবস্থা আর চলতে দেয়া হবে না।’ বর্তমান সকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনেরও আহ্বান জানান তিনি। 

সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক লে. কর্ণেল অব. জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান বীরপ্রতীক, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সহিদ বাবলু, মুক্তিযুদ্ধকালীন চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ। 

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com