প্রাইভেটকার থেকে নুরের গাড়িকে দুই দফা ধাক্কা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
বাসায ফেরার পথে প্রাইভেটকারের দুই দফা ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সদ্য সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। বুধবার রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় নুরদেরকে ধাক্কা দিতে গেলে তাদের গাড়িটি কৌশলে পাস কাটিয়ে গেলে অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয় অভিযুক্তদের ব্হনকারী গাড়িটি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরে এ বিষয়ে রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা বরাবর লিখিত অভিযোগ করেন নুর। এ নিয়ে থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগে তিনি জানান, রাত ১১টার দিকে তার বাসা বাড্ডায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার ((ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক নুরের আপন ছোট ভাই আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি হাতিরঝিল থানাধীন ডিআইটি রোডে আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।
অভিযোগে বলা হয়, বাসের সাথে ধাক্কা দেয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পিছনের দিকে নিয়ে আবার নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। তবে ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।
নুর বলেন, ঘটনার সময় তিনি মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলেন। তার সহযোগী শাকিল উজ্জামান ও মোঃ সোহরাব হোসেন পিছনের আরেকটি গাড়িতে থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
হত্যার উদ্দেশে এমনটা করা হয়েছে দাবি করে নুরুল হক নুর বলেন, গাড়িচাপা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমার বিশ্বাস। অতএব উপরোক্ত ঘটনার বিষয়ে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আমার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে রাতেই এক ফেসবুক লাইভে এসে নুর বলেন, তাদেরকে বলা হয়েছে স্টিকারযুক্ত গাড়িটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদ-মর্যাদার প্রজেক্ট ম্যানেজারের। কিন্তু আমরা আসলে জানি না গাড়িটি কাদের। সিনিয়র সচিব হোক, এমপি হোক বা মন্ত্রী হোক, একটা গাড়ি এভাবে বেপরোয়াভাবে এক্সিডেন্ট করেছে তাকে তো কোনোভাবে ছাড়তে পারে না প্রশাসন। কিন্তু কোন যুক্তিতে, কোন ক্ষমতার প্রভাবে তাকে ছেড়ে দিয়েছে তা আমরা জানি না।
কিছু দিন আগে একবার পথিমধ্যে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়া হয়েছিল বলে জানান নুর। তবে সেখানে গুরুতর আহত না হওয়ায় সেটাকে তেমন গুরুত্ব দেননি। তবে এবারের ঘটনার সাথে সেটারও যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন তিনি।