সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত স্টিয়ারিং কমিটির বৈঠক চলছে

0

২০২১ সালে বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষে বিএনপি গঠিত স্টিয়ারিং কমিটি প্রথম বৈঠকে বসেছে।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও স্টিয়ারিং কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন, কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও আবদুস সালাম।

এই কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সুবর্ণজয়ন্তী উদযাপন করার লক্ষে দল গঠিত স্টিয়ারিং কমিটির সদস্যরা প্রথম বৈঠকে বসেছেন। দলের মহাসচিব স্টিয়ারিং কমিটির সদস্য না হলেও বৈঠকে উপস্থিত রয়েছেন।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এই স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করে দলটি। ওই জাতীয় কমিটি বৈঠকে বসে গত ২১ নভেম্বর। ওই বৈঠকে সুবর্ণজয়ন্তী পালনের সুবিধার্থে এই স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com