পুরান ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি জজ কোর্টের সামনে দিয়ে রায়সাব বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শফিউল শারাফাত, আব্দুস শুক্কুর আয়মান, মেহেদী হাসান,রবিউল, মাসুম সহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।