বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেওয়ার আহ্বান জাফরুল্লাহ’র

0

মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, এত পরিশ্রম, এত উন্নয়ন কর্মকান্ড করছেন। সেগুলোর মূল্যায়ন করতে হলে আপনাদের একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। তাতে জনগণ ঠিক করবে আপনাদের উন্নয়নমূলক কর্মকান্ডে তারা কতটা সন্তুষ্ট। তিনি বলেন, একটি মধ্যবর্তী নির্বাচন দিন। আপনার সরকারের কর্মকান্ডের মূল্যায়ন করুন।

দেশে ধর্ষণ-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবিধানিক অধিকার ফোরামের এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেওয়ার আহ্বান জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারকে বলেন, অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না। তাদেরকে কথা বলতে দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com