‘এ রকম ঘটনা কাম্য নয়, রোহিতকে তো ফোন করতে পারত কোহলি’

0

রোহিত শর্মার চোটের ব্যাপারে স্বচ্ছতার অভাব ছিল বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি। তবে ভারতের অধিনায়কের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন দেশটির সাবেক জাতীয় পেসার আশিস নেহরা। তার মতে, এমন হওয়া একেবারেই উচিত ছিল না।

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেই রোহিত। টেস্ট সিরিজের দলে তিনি থাকলেও কবে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ব্যাপারেই মুখ খুলেছেন বিরাট কোহালি। বলেছেন, কেন রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসেননি, তা তার জানা নেই।বিরাটের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আশিস নেহরা বলেছেন, ‘এটা দুঃখজনক। এমন হওয়া উচিত নয়। দুজনেই কথা বলে নিতে পারত। অধিনায়ক নিজে বলছে যে এই ব্যাপারে কিছু জানা নেই। এটা খুব দুঃখের। আর বিরাট তো অধিনায়ক, ও নিজেই ফোন করতে পারত। রোহিতের থেকে জানতে পারত। একইভাবে, রোহিতও কথা বলতে পারত বিরাটের সঙ্গে। এটা খুব হতাশার। আর ২০২০ সালে দাঁড়িয়ে যদি যোগাযোগের অভাব ঘটে, তবে কীভাবে চলবে?’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com