বগুড়া বার সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের সভাপতি ও সম্পাদক বিজয়ী
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পানেলের সভাপতি পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) বেসরকারিভাবে জয়লাভ করেছেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা শেষ পর্যায়ে ছিল। ওই ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী গোলাম ফারুক প্রায় ১ শ’ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী তবিবুর রহমান তবি ১৫০ ভোটে পিছিয়ে ছিলেন।
এ ছাড়া সহ-সভাপতি যুগ্ম সম্পাদকসহ কয়েকটি সম্পাদকীয় পদে জাতীয়তাবাদী প্যানেল এগিয়ে ছিল। অপরদিকে নির্বাহী সদস্য পদের দুটিতে জাতীয়তাবাদী প্যানেল ও তিনটিতে আওয়ামী প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছে। এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। নির্বাচনে ৭২০ জন ভোটারের মধ্যে ৬৯৫ জন ভোটার ভোট প্রদান করেন। দুপুরে বিরতি শেষে বিকেলে ভোট গননা শুরু হয়।
জাসদ, বাসদসহ সমমনা দল-সমর্থিত সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী ববি নেতৃত্বাধীন প্যানেল মোট ১৩টি পদের মধ্যে ৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে তাদের প্রাপ্ত ভোট অনেক কম।
বিগত নির্বাচনে সভাপতিসহ ৮টি পদে আওয়ামী প্যানেল এবং সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিএনপি-জামায়াতপন্থীরা জয়লাভ করেন।