ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে ক্রিকেটের ১০টি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

0

দিনের আন্তর্জাতিক সিরিজের এই সময়ে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানে দু’দেশের দ্বি-পাক্ষিক ওয়ান ডে ইতিহাস।

১. অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে ৫১টি ওয়ান ডে খেলেছে। ভারত জিতেছে ১৩টি। অস্ট্রেলিয়া জিতেছে ৩৬টি। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।২. ভারতের মাটিতে ৬৪টি ওয়ান ডে’র মধ্যে ভারত জিতেছে ২৯টি। অস্ট্রেলিয়া জিতেছে ৩০টি। ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

৩. নিরপেক্ষ কেন্দ্রে ২৫টি ওয়ান ডে ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১০টি। অস্ট্রেলিয়া জিতেছে ১২টি। পরিত্যক্ত হয়েছে ৩টি ম্যাচ।

৪. ভারতের সর্বোচ্চ দলগত ইনিংস ৬ উইকেটে ৩৮৩ (২০১৩ সালে বেঙ্গালুরুতে)। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ দলগত ইনিংস ৬ উইকেটে ৩৫৯ (২০১৯ সালে মোহালিতে)।

৫. ভারতের সর্বনিন্ম দলগত ইনিংস ৬৩ (১৯৮১ সালে সিডনিতে)। অস্ট্রেলিয়ার সর্বনিন্ম দলগত ইনিংস ১০১ (১৯৯১ সালে পার্থে)।


৬. ভারতের হয়ে সবথেকে বেশি রান শচীন টেন্ডুলকারের ৩,০৭৭। অস্ট্রেলিয়ার হয়ে হয়ে সব থেকে বেশি রান রিকি পন্টিংয়ের ২,১৬৪।

৭. ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস রোহিত শর্মার ২০৯ (২০১৩ সালে বেঙ্গালুরুতে)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস জর্জ বেইলির ১৫৬ (২০১৩ সালে নাগপুরে)।

৮. ভারতের হয়ে সব থেকে বেশি শতরান শচীন টেন্ডুলকারের ৯টি। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি শতরান রিকি পন্টিংয়ের ৬টি।

৯. ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট কপিল দেবের ৪৫টি। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি উইকেট ব্রেট লি’র ৫৫টি।

১০. ভারতের হয়ে সেরা বোলিং মুরলি কার্তিকের ২৭ রানে ৬ উইকেট (২০০৭ সালে মুম্বাইয়ে)। অস্ট্রেলিয়ার হয়ে সেরা বোলিং কেন ম্যাকলের ৩৯ রানে ৬ উইকেট (১৯৮৩ সালে নটিংহ্যামে)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com