ফুটবল রাজপূত্রকে হারিয়ে কাঁদছে ক্রিকেট বিশ্বও

0

দিয়েগো ম্যারাডোনা, তিনি কি শুধু ফুটবলেরই মহানায়ক? তার জনপ্রিয়তাকে কি শুধু একটি খেলার গণ্ডিতেই আটকে রাখা যায়? না, ম্যারাডোনা স্বপ্নের নায়ক ছিলেন বিশ্বের কোটি ক্রীড়াপ্রেমীর, সব পেশার সব জায়গার মানুষের।

এই ম্যারাডোনার হঠাৎ চলে যাওয়ার খবরে শোকস্তব্ধ তার ভক্তকুল। যে ভক্তকুলের মধ্যে রয়েছেন ক্রিকেট তারকারাও। আর্জেন্টাইন খুদেরাজের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তারা।

‘রেকর্ডের বরপূত্র’খ্যাত ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ফুটবল রাজপুর্তের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন, ‘ফুটবল এবং বিশ্ব ক্রীড়াঙ্গন আজ সর্বকালের সেরা খেলোয়াড়দের একজনকে হারাল। ওপারে ভালো থাকবেন দিয়েগো ম্যারাডোনা। আমরা আপনাকে মিস করব।’

ভারতের অন্যতম সফল অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি টুইট করে লিখেছেন, ‘আমার নায়ক আর নেই। মাই ম্যাড জিনিয়াস রেস্ট ইন পিস। আমি ফুটবল দেখতাম শুধু তোমার জন্যই।’

শ্রীলঙ্কার সাবেক পেস কিংবদন্তি চামিন্দা ভাস টুইট করেছেন, ‘দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন। ওপারে ভালো থাকবেন।’

পাকিস্তানি গতিতারকা ওয়াহাব রিয়াজের টুইট, ‘হৃদয় ভাঙার মতো খবর। ওপারে ভালো থাকবেন ম্যারাডোনা।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতার টুইটে লিখেছেন, ‘কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে খুবই খারাপ লাগছে। সব ক্রীড়াবিদের সবসময়ের প্রেরণা হয়ে থাকবেন। তার কীর্তি সর্বদা অক্ষুণ্ন থাকবে।’

শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা টুইট করেছেন, ‘আইকন এবং লিজেন্ডের চলে যাওয়ার মতো দুঃখের সংবাদ আর হতে পারে না। যে মানুষটা একটা যুগের প্রতিনিধিত্ব করেছেন, বিশ্বজুড়ে লাখো মানুষের অনুপ্রেরণা ছিলেন। ওপারে ভালো থাকবেন দিয়েগো ম্যারাডোনা।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটে লিখেছেন, ‘খেলার জগতে খুব বেশি মানুষ বলতে পারবে না, তারা একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। কিন্তু সর্বকালের সেরারা কয়েকটি প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন। ম্যারাডোনা ঠিক সেটাই করেছেন। দ্য গ্রেটেস্ট। ওপারে ভালো থাকবেন।’

জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া টুইট করেছেন, ‘বেড়ে উঠেছি যখন, ফুটবল বলতেই ছিল ম্যারাডোনা, ম্যারাডোনাই ছিলেন ফুটবল। ২০২০ আরও একটি রত্ন নিয়ে গেল। ওপারে ভালো থাকবেন কিংবদন্তি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com