জয়ে ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লীগে এক ম্যাচ পর আবারো জয়ের ধারায় ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড। টানা চার ম্যাচ হারের পর ২৭ অক্টোবর নরউইচ সিটিকে ৩-১ গোলে হারায় ম্যানইউ। এরপর বোর্নমাউথের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। তবে রোববার রাতে ব্রাইটন এন্ড হোবকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে তালিকার ১৪ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুটি সৌভাগ্যসূচক গোল পেয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ১৭তম মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার আন্দ্রেস পেরেইরার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ১-০ গোলে লিড পায় ম্যানইউ। দুই মিনিট পর ডেভি প্রপারের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রেড ডেভিলরা।
ম্যাচের ৬৪তম মিনিটে লুইস ডাঙ্কের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় সফরকারী দল। কিন্তু ৬৬তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ম্যানইউ। লীগে ১২ ম্যাচশেষে ম্যানচেস্টার ইউনাইটেড সমান চারটি করে জয়, ড্র ও হার নিয়ে ১৬ পয়েন্ট অর্জন করেছে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা লিভারপুল।