আতলেতিকোর বিপক্ষে মেসিদের হার

0

লা লিগায় এক দশকের বেশি সময় পর বার্সেলোনার বিপক্ষে প্রথম জয় তুলে নিল আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার রাতে ১-০ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। আর্জেন্টাইন কোচের অধীনে লিগে কাতালান দলটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।  

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। উসমান দেম্বেলের ক্রসে অঁতোয়ান গ্রিজমানের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। 

৪১তম মিনিটে দারুণ একটা সুযোগ আসে লিওনেল মেসির সামনে। জর্দি আলবার পাস ফাঁকায় পেয়ে যান আর্জেন্টিনাইন ফরোয়ার্ড। সামনে ছিলেন কেবল গোলরক্ষক ইয়ান ওবলাক। কিন্তু তাকে এড়াতে পারেননি মেসি। 

প্রথমার্ধের যোগ করা সময়ে টের স্টেগেনের ভুলে এগিয়ে যায় আতলেতিকো। জেরার্দ পিকের ভুলে হারানো বল ঠেকাতে প্রায় মাঝমাঠে উঠে আসেন বার্সেলোনা গোলরক্ষক। তাকে এড়িয়ে বেশ দূরে থেকে ইয়ানিক কারাসকো ফাঁকা জালে বল পাঠান। 

ম্যাচে আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। এদিকে, বার্সার বিপক্ষে জিতে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদেরও পয়েন্ট ২০।

আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com